international update info

সবার আগে সর্বশেষ সংবাদ ।

Full width home advertisement

Travel the world

Climb the mountains

Post Page Advertisement [Top]

বাংলাদেশে ভালো কোন ছেলে নেইঃ "পিয়া বিপাশা" !!!

বাংলাদেশে ভালো কোন ছেলে নেইঃ "পিয়া বিপাশা" !!!
international update info সবার আগে সর্বশেষ সংবাদঃ  
আলোচিত মডেল ও অভিনেত্রী "পিয়া বিপাশা" বিয়ে করতে যাচ্ছেন ।

international update info  সবার আগে সর্বশেষ সংবাদঃ
ইতিমধ্যে তার বাগদান সম্পন্ন হয়ে গিয়েছে। পরিবারের পছন্দেই এবার তিনি ঘর বাঁধতে যাচ্ছেন। তবে পাত্র বাংলাদেশি  নন, বিদেশি । ঘর বাধাঁর জন্য ইউরোপিয়ান ছেলেকেই বেছে নিয়েছেন আলোচিত মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা। এর কারন হিসেবে তিনি বলেছেন, বাংলাদেশে ভালো কোন ছেলে নেই। সম্প্রতি পিয়ার বাগদান হয়েছে। পরিবারের পছন্দেই তিনি ঐ পাত্রকে বিয়ে করতে যাচ্ছেন।
সম্প্রতি দেশের এক জনপ্রিয় নিউজ পোর্টালের মুখোমুখি হয়ে এ তথ্য জানিয়েছেন তিনি "রুদ্র দ্যা গ্যাংস্টার" খ্যত চিত্রনায়িকা এ সময় তার বাম হাতের আংটি দেখান এবং শিগ্রই বিয়ে করছেন বলে নিশ্চিত করেন।
পাত্র সম্পর্কে পিয়া বলেন, "সে এদেশের নয়, ইউরোপের নাগরিক। আর্মিতে চাকুরী করে। তবে এখন তার নাম পরিচয় বলতে চাই না"।
বিদেশি পাত্র কেন? এমন প্রশ্নের উত্তরে পিয়া বলেন " আগে থেকেই দেশের বাইরে আমার স্থায়ী হওয়ার খুব ইচ্ছে ছিল। কারন বাংলাদেশে তেমন ভালো কোন ছেলে নেই। এর আগে আমার পুরনো এক বন্ধুর সাথে প্রায় দু-বছর সম্পর্ক ছিল । সে বয়েসে আমার এক বছরের ছোট ছিল। তার সাথে ব্রেকাপের পর থেকেই পরিবার থেকে আমাকে অনেক ছেলে দেখানো হয়েছে। কিন্তু এতো দিন কাউকে পছন্দ হয় নি। তবে এবার পরিবারের পছন্দে সিদ্ধান্ত নিয়েছি। গতো ২১-জুলাই এদেশেই আমাদের আংটি বদল হয়েছে।
এর আগেও বিয়ে করেছিলেন পিয়া বিপাশা। তবে তার সেই সংসার খুব বেশিদিন টিকেনি। তার একটি মেয়ে আছে । মেয়ের নাম সোহা সে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার (আইএসডি) গ্রেড টু-তে পড়ে।
২০১২-সালের লাক্স সুপারাষ্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে যাত্রা শুরু হয় পিয়া বিপাশার । ২০১৬-সালে রুদ্র দ্যা গ্যাংস্টার ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে তার। এর পর তিনি "এতো প্রেম এতো মায়া, মনের রাজা সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন। বর্তমানে তিনি নাটক এবং টেলিফিল্মে প্রচুর কাজ করছেন। এক কথায় বলা চলে পিয়া বিপাশার দিন ইদানীং অনেক ভালো যাচ্ছে।
 

No comments:

Post a Comment

Bottom Ad [Post Page]